বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২, ২০:৫৮

কচুয়ায় আলোর মশালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনাযোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা

কচুয়ায় আলোর মশালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনাযোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা
অনলাইন ডেস্ক

"করিব আঁধার দূর, জ্বালিব আলোর মশাল" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মুখ সারির করোনাযোদ্ধা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের উদ্যোগে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল।

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, আলোর মশালের সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ফরহাদ বকাউল।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মুখ সারির করোনাযোদ্ধা কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: এম. এ মান্নান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে মেডিকেল অফিসার ডা. সোহেল রানা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের রেন্টকালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান।

অন্যান্যদের বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সংগঠনের উপদেষ্টা ও কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, কচুয়া পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাবেক সভাপতি রাকিবুল হাসান, মানিক ভৌমিক ও সহ-সভাপতি আতাউল করিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া উপজেলা শাখার সভাপতি ওমর খৈয়াম বাগদাদী রুমিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মুখ সারির করোনাযোদ্ধা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান শেষে আলোর মশালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলোর মশালসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়