প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ২৩:৫৮
২৮ নভেম্বর উপজেলা ২৭ পৌরসভা সম্মেলন
শাহরাস্তি উপজেলা ও পৌর সভার আওয়ামীলীগের সম্মেলনে নতুনদের জয়জয়কার
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ব্যাস্ত সময় পার করছে। উপজেলার ১০ টি ইউনিয়ন সম্মেলন সমাপ্ত হবে আজ। ইতিমধ্যে ৮ টি ইউনিয়নের সম্মেলন সফল ভাবে শেষ হয়েছে। আজ ২৬ নভেম্বর সূচিপাড়া উত্তর ও টামটা উত্তর ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন হবে ইউনিয়ন সম্মেলনের কাজ। এদিকে পৌরসভার ১২ টি ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করেছে পৌর আওয়ামীলীগ। প্রত্যাকটি সম্মেলনে ভোটারদের প্রতাক্ষ ভোটে নেতা নির্বাচিত করেছেন কাউন্সিলরগন। উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সফল ভাবে সম্মেলন শেষ করতে পেরে ফুরফুরে মেজাজে রয়েছে। সম্মেলন কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। আগামী ২৭ নভেম্বর শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। পৌর আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদে নেতৃত্বে আসছে নতুন মুখ এটা প্রায় নিশ্চিত। সম্মেলন সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ব্যাপারি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহবুব আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।
|আরো খবর
আগামী ২৮ নভেম্বর শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিষয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহবুব স্বপন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫টি উপকমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সফল সম্মেলন উপহার দিতে নেতৃবৃন্দ কাজ করছেন। মেহের ডিগ্রী কলেজ মাঠ বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে এখনো প্রকাশ্যে কেউ ঘোষণা না দিলেও আশায় রয়েছেন অনেক প্রার্থী । বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে প্রার্থী হতে পারেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী সেফালী, পৌর আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, খিজির হায়দার, ও ইঞ্জিনিয়ার মুকবুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রার্থী হয়েছেন।
এদিকে পৌর ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনে নতুনদের জয় হয়েছে। বেশিরভাগ সম্মেলনে নতুন নেতৃত্বের উপর আস্থা রেখেছে নেতাকর্মীরা। ৮ টি ইউনিয়ন সম্মেলনে ৩ জন ব্যাতিত ১৩ জন নতুন সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। পৌর আওয়ামীলীগের ওয়ার্ড
সম্মেলনেও নতুন নেতৃত্বের উপর আস্থা রেখেছেন কাউন্সিলরগন। আগামী ২৭ নভেম্বর পৌর আওয়ামীলীগের সম্মেলনে নতুন নেতৃত্ব আসছে এটা প্রায় নিশ্চিত। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে নতুন সভাপতি পেতে যাচ্ছে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ। সাবেক সভাপতি সকলেই ইন্তেকাল করায় নতুন সভাপতির হাত ধরেই এগিয়ে যাবে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ।