বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৭:০৯

অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম ও আসিফ মহিউদ্দীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম ও আসিফ মহিউদ্দীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা

"আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে আয়োজিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে'র উপস্থাপনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী ওই দুই অতিথি।

এসময় পুলিশ সুপার’সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথিদের সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।

তাদের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় অতিথিদের ফুলেল শুভেচ্ছা , সম্মাননাসূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলায় সদ্য যোগদান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম চাঁদপুর জেলায় আরো কয়েক কর্মদিবস দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়