সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২২:৫২

চেয়ারম্যান আল মামুন পাটোয়ারীর প্রশংসনীয় উদ্যোগ

গোলাম মোস্তফা
১৫ দিনের অভিযানে ৭ জন আটক

চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী সদর মডেল থানার সহযোগিতায় ১৫ দিনের অভিযানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৭ জনকে আটক করেছে।

জানা যায়, উক্ত ইউনিয়নে ঈদুল আযহার কয়েকদিন পূর্ব থেকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সহযোগিতায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। আটককৃতরা হলেন - হাবিব মিজি (২৫) পিতা- সেলিম মিজি, সাং কামরাঙা, একই এলাকার ইরান বেপারীর ছেলে ফারুক বেপারী (৩২), মুন্নাফ বেপারীর ছেলে মাহবুব বেপারী (৩০), মরহম আলীর ছেলে শুক্কুর আলী (২৪) কে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন বাড়ির ঘরে সিধ কেটে চুরির অভিযোগ রয়েছে।

এদিকে গত ৩০ জুলাই গাঁজা ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধ সন্দেহে ছোট সুন্দর গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ ওয়াসিম (৩৩) ও তার সহযোগী ফরিদগঞ্জের চান্দ্রা ইউনিয়নের গাজীপুর গ্রামের আঃ মান্নান মিজির ছেলে আঃ আজিজ মিজি (৩২) কেও আটক করা হয়। সেই সাথে একই দিন রাত সাড়ে ১১টায় অপরাধ সন্দেহে মনিহার গ্রামের আব্বাছের ছেলে আবু জাফর (২৫) কে আটক করা হয়েছে। এ সকল আটকৃতদের থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী আটক করে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী দৈনিক চাঁদপুর কন্ঠকে বলেন, ইদানিং রামপুর ইউনিয়নে বিভিন্ন অপরাধের হার বেড়ে চলছে। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগ পাওয়া গেছে। তাই অপরাধ নির্মূলে আমরা চাঁদপুর সদর মডেল থানার সহযোগিতায় অপরাধীদের আটক করে আইনের কাছে সোপর্দ করেছি ।

তিনি বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধি হিসেবে আমাদের দীর্ঘদিনের জরীপের আলোকে আমাদের কাছে বিভিন্ন অপরাধীদের বা সন্দেহ জনক অপরাধীদের তালিকা রয়েছে। আমরা প্রশাসনের সহায়তায় তাদেরকেও আটক করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়