প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২১:৪০
কলাকান্দায় করোনা প্রতিরোধে সচেতনতা ও মাস্ক প্রদান
মতলব উত্তর উপজেলার কলকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা ও মাস্ক প্রদান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
আজ ১ আগস্ট রোববার ৮ নং ওয়ার্ডের সদস্য অলি উল্লা দর্জির সভাপতিত্বে ও ইউপি সচিব শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন কলকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মঞ্জুর আহমেদ টিটু, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান শিবলু, দ্বীন ইসলাম, রেজাউল করিম প্রমূখ।
সভাশেষে কলকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মঞ্জুর আহমেদ টিটু নিজের পক্ষ থেকে ইউপি সচিব শ্যামল চন্দ্র দাসের হাতে বিতরণের জন্য মাস্ক তুলে দেন।