বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ২১:৫৪

মতলব উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি

-------অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

মাহবুব আলম লাভলু
আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি
মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি। ছবি : মাহবুব আলম লাভলু।

আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শীতে দুঃস্থ মানুষগুলো খুবই কষ্ট পায়। আমরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে তাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হয়। সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে আমি সরকারের পাশাপাশি নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করছি। একটি মানুষও যেনো শীতে কষ্ট না পায় সেজন্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে। রোববার মতলব উত্তর উপজেলার নিজ বাড়ি নাউরীতে ফতেপুর পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি, সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নূর নবী খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়