প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ১১:১০
পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
|আরো খবর
জানাযায়, গত ১৫ অক্টোবর ১১ জন প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১০ জন প্রার্থী সময় মতো খাতা জমা দিলেও মোঃ মোরশেদ আলম সময় শেষ হওয়ার পর ও খাতা জমা দেন না।এবিষয়ে অন্য প্রার্থীরা আপত্তি জানালেও বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহমেদ সুমন চুপ থাকতে বলেন। এমনকি ৩য় স্থান অধিকারী মোঃ মোরশেদ আলমকে সভাপতি কিছু প্রশ্ন করে নিয়োগ দিয়ে দেন।
এনিয়ে ম্যানেজিং কমিটির সদস্য মোঃআকতার মিজি বাদী হয়ে বিদ্যালয়ের সভাপতি জাবেদ আহমেদ সুমন ও প্রধান শিক্ষক হান্নানুর রহমানের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালত চাঁদপুর সদর চাঁদপুরে মোকদ্দমা দায়ের করেন।যার মামলা নং ৪৪১/২২ খ্রিঃ।কিন্তু আদালতের আইন অমান্য করে অবৈধ উপায়ে লাভবান হয়ে গত ১ নভেম্বর মোঃমোরশেদ আলমকে নিয়োগ প্রদান করা হয়।এমনকি মোরশেদ আলম তার পূর্বের কর্মস্থল হোসেনপুর আলিম মাদ্রাসা থেকে ছাড়পএ না নিয়ে পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন।
মোরশেদ আলমকে অবৈধ ভাবে নিয়োগ দেওয়ায় এলাকায় নানা গুঞ্জন শোনা যায়।এব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করেন সচেতন মহল।