বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল
  •   আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ১৩:২৯

কালিরবাজার উবিতে অগ্নি নির্বাপণ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

প্রবীর চক্রবতী
কালিরবাজার উবিতে অগ্নি নির্বাপণ বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ

সিলিণ্ডারে অগ্নিকাণ্ডের কারণ, ঘটনা ঘটলে তা দ্রুত নিভানোর বিভিন্ন কলাকৌশল বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক প্রশিক্ষণ দিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেয়া হয়।

জানা গেছে, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় ৭/৮ শতাধিক শিক্ষার্থীকে হাতে কলমে অগ্নীকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্টেশন অফিসার সালাউদ্দিন। তিনি জানান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ চলছে আমাদের, এই বিদ্যালয়েটির ম্যানেজিং কমটির সভাপতি ও প্রধান শিক্ষকের অনুরোধে আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগুন লাগার কারণ বিষয়ে জানানোর সাথে সাথে আগুন লাগলে কিভাবে তা দ্রুত নিভানো যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী প্রধানশিক্ষক খোরশেদ আলম, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, কিশোর মুজমদার, মো: সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।#

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়