বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১২:৩৯

চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় (দেখুন ভিডিও ক্লিপ)

লঞ্চঘাটে আটকা আছেন প্রায় ১১ হাজার যাত্রী : পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম) বার

অনলাইন ডেস্ক

রফতানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ ০১ আগস্ট রোববার থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে লঞ্চ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করছেন যাত্রীরা।

রোববার সকাল থেকে চাঁদপুর নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে অনেকগুলো লঞ্চ। এছাড়া অতিরিক্ত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই এসব লঞ্চ গন্তব্য ছেড়ে যাচ্ছে। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে বাড়তি ভাড়ায় চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। তবে স্বাস্থ্যবিধি মানাতে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডকে প্রচারণা চালাতে দেখা গেছে।

ঢাকাগামী এমভি ঈগল লঞ্চের যাত্রী মোঃ আল-আমিন বলেন, লঞ্চে যাত্রীদের চাপ হবে ভেবে সরকারের ঘোষণা পাওয়ার পরপরই রাতে ঘাটের উদ্দেশে চলে আসি। ঘাটে এসেও সিট পাইনি। বারান্দায় সিট করতে হইছে। বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী আমাদের প্রতিটা লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লঞ্চ ছেড়ে গেছে। বিআইডব্লিউটিএর জানান, ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যাত্রীদের সুবিধার্থে সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করতে বলা হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম) বার জানিয়েছেন, চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামূখী প্রায় ১১ হাজার যাত্রী লঞ্চের অভাবে এখনও ঘাটে আটকা আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়