প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১৯:১৫
মতলবে কিশোর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় কিশোর জুবায়ের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ ১২ নভেম্বর।শনিবার দুপুরে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
|আরো খবর
ওই দিন কালিকাপুর গ্রামের কিশোর জুবায়ের হত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সমাজসেবক জয়নাল আবেদীন বেপারী, মনি বেগম এবং জুবায়েরের পিতা এনামুল হক বাচ্চু প্রমুখ।
জুবায়েরের বাবা এনামুল হক বাচ্চু বলেন, বিনা কারণে নির্মমভাবে আমার ছেলেকে হত্যা করেছে লিটন গাজী। আমি আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই। আমার ছেলের হত্যার বিচার দেখে যাতে আর কেউ এ ধরণের কাজ করতে সাহস না পায়।
উল্লেখ্য গত ৬ নভেম্বর সকালে পার্শ্ববর্তী লক্ষীপুর গ্রামের মুন্সি বাড়িতে পানি পান করতে গিয়েছিল কিশোর জুবায়ের (১৪)। এ সময় ওই বাড়ির আব্দুস সামাদের ছেলে মো. লিটনের শার্টের পকেট থেকে ৫০ টাকা চুরির অভিযোগে বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে মারধর করে লিটন গাজী। ভয়ে বাড়ী না ফিরে জোবায়ের পাশ্ববর্তী তুলপাই গ্রামে নানার বাড়ীতে চলে যায়। রাতে জুবায়েরের জ্বর আসে, পাতলা পায়খনাসহ বমি হয়। প্রথমে তাকে নারায়নপুর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য মতলব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে জুবায়ের মারা যায়।
এ ঘটনার দু’দিন পর নিহতের বাবা এনামুল হক বাচ্চু বাদী হয়ে অভিযুক্ত চার জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা সবাই পলাতক রয়েছেন।