প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১৮:৪০
ডাঃ সৈয়দা বদরুননাহারের অবস্থা সঙ্কটাপন্ন ॥ দোয়া কামনা
চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরীর অবস্থা সঙ্কটাপন্ন। তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ডাঃ বদরুননাহারের পুত্র মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিকের কনসালটেন্ট ডাঃ তানভীর হায়দার চৌধুরী নিলয় গতকাল সন্ধ্যায় চাঁদপুর কণ্ঠকে জানান, আম্মা ক’দিন আগে পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে ঢাকাতে আমার বাসায় আসেন। তিনদিন ধরে তাঁর শ^াসকষ্ট চললে গত ১১ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় তাঁকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করাই। এখানে তাঁর হার্টের সমস্যা দেখা দিলে শুক্রবার সন্ধ্যাতেই তাঁকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শ^াসকষ্ট ও হার্টের চিকিৎসার্থে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাঁর অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ডাঃ নিলয় তাঁর মায়ের আশু আরোগ্যে সকলের নিকট আন্তরিক দোয়া কামনা করেছেন।