প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ২১:৫৫
মতলব উত্তরে ৪ যুবক-যুবতির মাঝে ঋন বিতরণ
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সবাইকে কাজে লাগিয়ে বেকারত্ব দুর করতে হবে। সঠিকভাবে কাজ করলে আজকের যুবকরাই আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খান।
যুব সমাজের উন্নয়নে সরকারী বরাদ্দকৃত টাকা যদি স্বচ্ছতার সাথে সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে দেশের বেকারত্ব দূর করা সম্ভব। দেশের উন্নয়নের পথে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে প্রতিহত না করলে কখনো দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই টাকার সর্বোত্তম ব্যবহার করার তাগিদ দেন ইউএনও আশরাফুল হাসান।
মতলব উত্তর উপজেলার ৪জন বেকার প্রশিক্ষিত যুবক-যুবতিকে ৪০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়।