বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১৯:৫৮

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৪ জন

হাজীগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৪ জন
কামরুজ্জামান টুটুল

গতকাল অনুষ্ঠিতত্ব এইচএসসি, বিএম ও আলিম পরীক্ষার প্রথম দিনে ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি বা অনুপস্তিত রয়েছে। তবে উপজেলার সকল কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।

 প্রথম দিনের পরীক্ষায় হাজীগঞ্জে এবারে ৩ হাজার ৪৯০ জন পরীক্ষায় অংশ নেবার কথা। এর মধ্যে ১১৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। ১১৪ জনের মধ্যে এইচএসসিতে ৫১ জন, বিএম পরীক্ষায় ৩০ জন ও আলীম পরীক্ষায় ৩৩ জন অনুপস্থিত ছিলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এর অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা পরীায় উপজেলা থেকে ২ হাজার ৪৪১ জন পরীার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ২ হাজার ৩৯০ জন। আর অনুপস্থিত ছিলেন ৫১ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির বিএম পরীক্ষায় প্রথম দিনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৫৯৯ জনের মধ্যে অংশ গ্রহণ করেন ৫৬৯ জন। অনুপস্থিত ছিলেন ৩০ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ পরীক্ষায় ৭৫০ জনের মধ্যে অংশগ্রহণ করেন ৭১৭ জন, অনুপস্থিত ছিলেন ৩৩ জন।

এ দিকে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়