প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২, ১৯:৫৪
মহান বিজয় দিবস পালনকল্পে বাগাদী ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও গুনিজন সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও কৃতি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর রোববার বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রঙ্গনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,
বাগাদী
ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির
সভাপতি আলহাজ্ব মো. বেলােয়ত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক গাজী, জেলা জাতিয় পার্টির সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন হীরু, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন তালুকদার, ইউপি সদস্য মোশারফ হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াছ হাওলাদার।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোশারফ হোসাইন খান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল গাজী, আল আমিন, সুমাইয়া জামান সামান্তা।
কোরআন তেলোয়াত করেন, পশ্চিম সকদী মাদানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মুকবুল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদ মোল্লা, বাগাদী ইউপির প্যানেল চেয়াম্যান জাকির হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ইউপি সদস্য মনির হোসেন গাজী, ইউসুফ শেখ, পারুল বেগম, শাহানারা বেগম, আয়েশা বেগম।
অনুষ্ঠান সফল করতে উদযাপন কমিটি, রেজিস্টেশন উপকমিটি, অভ্যর্থনা উপ কমিটি, মঞ্চ ও সাজস্জ্জা উপ কমিটি, শৃঙ্খলা উপকমিটিতে যাদের দ্বায়িত্ব দেওয়া হবে সবাই আন্তরিক ভাবে দ্বায়িত্ব পালন করলে আমাদের এই মহতী উদ্যোগ সফল হবে।