বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ২০:১২

চাঁদপুর-টু-কক্সবাজার রুটে বিআরটিসি'র এসি বাস সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর-টু-কক্সবাজার রুটে বিআরটিসি'র এসি বাস সার্ভিস উদ্বোধন

চাঁদপুর-টু-কক্সবাজার রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিসি (এসি বাস) সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে ফিতা কেটে অত্যাধুনিক এ বাস সার্ভিসের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।

এ উপলক্ষ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফারুক দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, জেলার ট্রাফিক বিভাগের টিআই জহিরুল ইসলাম, বিআরটিসি বাস সার্ভিস চাঁদপুর পরিচালনা পর্ষদের সদস্য মেহেদী হাসান রাব্বি, মো. রায়হান ও মো. রিভিন দেওয়ান প্রমুখ।

চাঁদপুর টু কক্সবাজার রুটে এ বাসটি প্রতিদিন রাত ৮টায় চাঁদপুর থেকে ছেড়ে যাবে। কক্সবাজার থেকে ছেড়ে আসবে রাত ১১টায। এ বাস সার্ভিসটি চালু হলে চাঁদপুর- টু-কক্সবাজার ভ্রমণ পিপাসুদের আসা-যাওয়া অনেক বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে চাঁদপুর ভ্রমণে আসবেন অনেকে। বিশেষ করে চাঁদপুরবাসীর কক্সবাজার ভ্রমণ অনেক সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে বলে মনে করছেন বাসযাত্রীরা। টিকেট ও অন্যান্য বিষয়ে জানার জন্য ০১৩১৮৮৩৪০৭১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলেছেন কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়