প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৮:৫৯
গুনরাজদী সপ্রাবিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে মা সমাবেশ
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের দর্জি ঘাট সংলগ্ন গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (সপ্রাবি) করোনার কারনে পিছিয়ে পড়া ( বাংলা ও ইংরেজী রিডিং পড়ায়) ছাত্র- ছাত্রীদের অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ। বিশেষ অতিথি বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নীপা বেগম। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি আগামি দুই মাসের মধ্যে পিছিয়ে পড়া ছাত্র- ছাত্রীদের রিডিং পড়ার সমস্যা সমাধানে তাগিদসহ দিক নিদের্শনামুলক বক্তব্য রাখেন। উপস্থিত সকল অভিভাবক উক্ত মা সমাবেশের তাৎপর্য বুজতে পারেন এবং গঠনমুলক আলোচনায় খুশি হন, তাদের পক্ষ থেকে সর্বাত্তোক সহযোগিতা করার আস্বস্থ্য করেন।