প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৮:৪২
কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে
মতলব দক্ষিণে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
মতলব দক্ষিণ উপজেলার নায়েররগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও গ্রামের কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ বিনষ্ট করা হয়। আজ ৩১ জুলাই শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
উপজেলা ভূমি অফিস সূত্রে প্রকাশ, নায়েররগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারগাঁও গ্রামে ড্রেজারের মাধ্যমে কৃষি জমি হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য ড্রেজারের মালিক মজিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং তিনি ভবিষ্যতে এ ধরনের কোন অবৈধ কাজ করবেন না বলে মুচলেকা দেন।
পাশ্ববর্তী আশ্বিনপুর গ্রামের হাজীবাড়ীর মসজিদ সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওায়ায় ড্রেজারের পাইপ বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় অভিযুক্তদের ভ্রাম্যমান আদালতে জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় সহযোগিতা করেন থানা পুলিশ সদস্যগণ।
সহকারী কমিশনার(ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।