প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৬:৪৪
মতলবে ছয় শতাধিক শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রী উপহারের খাদ্য সামগ্রী বিতরণ
মতলব পৌর এলাকায় করোনাকালীন সময়ে কঠোর লকডাউন চলমান অবস্থায় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী প্রায় ছয় শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
|আরো খবর
আজ ৩১ জুলাই শনিবার বিকেলে ৩শ ২৫ জন ও শুক্রবার ৩শত ৪১জন শ্রমজীবী (নৌকার মাঝি, বাজারের শ্রমিক ও সিএনজি- অটো রিকশা চালক) মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী তুলে দেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।
জানা যায়, খাদ্য সামগ্রীর মধ্যে জন প্রতি ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেয়াজ ও ১ কেজি আলু রয়েছে।
এ সময় ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য আবুল বাশার মিয়াজি পারভেজ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন, এসআই রুহুল আমিন, মতলব পৌরসভার সহকারী কর আদায়কারী মাহমুদ হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, পৌরসভার পক্ষ থেকে দুই দিনে ৭শ জন শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। পরবর্তীতে টেইলর, দোকানের কর্মচারী ও বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া আপনারা পৌরসভার চারটি পয়েন্টে ওএমএস আওতায় চাল ও আটা কিনতে পারবেন।