প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৩:৩৩
হাজীগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা
স্বাস্থ্য বিধি অমান্য করায় হাজীগঞ্জ উপজেলায় ৯ মামলায় ২ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
|আরো খবর
৩১ জুলাই শনিবার হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজার, সেন্দা বাজার, কাশিমপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জরিমানা অব্যাহত থাকবে। স্বাস্থ্য সচেতন করতে প্রচার মাইকিং করা হলেও মানুষ তা উপেক্ষা করছে। এ জন্য আমাদের এই জরিমানা অব্যাহত থাকবে।