প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১২:৪৩
চাঁদপুর পৌর এলাকার অনুমোদনহীন ব্যানার ও ফেস্টুন অপসারণ
চাঁদপুর পৌরসভা বিভিন্ন পয়েন্টে অনুমোদনহীন সাঁটানো সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছেন। অভিযানে পালবাজার, শপথ চত্বর, ছায়াবানী মোড়, রাজু চত্বর, কলেজ গেইট, বাসস্ট্যান্ড, ভিসি অফিস, ওয়্যালেস মোড় ও বাবুর হাটসহ বিভিন্ন ফুটপাত থেকে পাঁচ শতাধিক অবৈধ ব্যানার ফেস্টুন উচ্ছেদ করা হয়। চাঁদপুর পৌরসভার মোঃ মামুন ভূঁইয়া ও নূরে আলম জানান, আমাদের মেয়র মহোদয় নির্দেশে পৌর এলাকার অবৈধ সাইনবোর্ড ব্যানার ফেস্টুন আমরা অপসারণ করছি।
|আরো খবর
এ বিষয়ে কথা হয় চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়ার সাথে। তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠকে জানান, আমরা দেখেছি ঈদুল আজহা উপলক্ষে বেশকিছু ব্যানার-ফেস্টুন সাইনবোর্ড চাঁদপুর শহরের সৌন্দর্যমন্ডিত জায়গায় অনুমতি না নিয়ে সাঁটানো হয়েছে। শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণের ব্যাঘাত না হয় এজন্য আমরা এই এগুলো অপসারণ করেছি।