বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ২২:১৩

সিত্রাং এর প্রভাব: ফরিদগঞ্জে ৩৯ ঘন্টা বিদ্যুৎ বিহীন

প্রবীর চক্রবর্তী
সিত্রাং এর প্রভাব: ফরিদগঞ্জে ৩৯ ঘন্টা বিদ্যুৎ বিহীন

সিত্রাং এর প্রভাবে টানা ৩৯ ঘন্টা বিদ্যুৎ বিহীন রয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা । এদিকে সিত্রাং এর আঘাতে উঠতি ফসল , যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলোতে গাছ হেলে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। উঠতি আমন ধান ও শাক-সবজির আশি শতাংশ নষ্ট হয়েছে। বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে তার ছিঁড়ে উপজেলঅর সর্বত্র বিদ্যুৎ বিহীন রয়েছে। তবে বিদ্যুৎ রোবার দিবাগত রাতেই বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ অফিস।

কৃষকদের মধ্যে রেজু মুন্সী , আঃ খালেক, অহিদ উল্যাহ , দেলোয়ার হোসেন, সওকতসহ অনেকেই জানান, তাদের ফসল পানির নিচে। এ বিষয়ে উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, রোপা আমন ২৫৫০ হেক্টর এবং শীতকালিন সবজি ১৮০ হেক্টর ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার জানান, উপজেলায় এই পর্যন্ত ১৬টি ঘর বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এছাড়া একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, সিত্রাং এর কারণে তাদের বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভণ্ড হয়ে গেছে। বিভিন্ন স্থান গাছ পালা ও বিদ্যুতের খুটি উপড়ে পড়ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসছিমুননেছা জানান, ইউনিয়ন পর্যায় থেকে ক্ষয়-ক্ষতির তথ্য আসতে শুরু করেছে, তবে এখই চুড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছেনা। তবে যোগাযোগ ও ফসল ও বিদ্যুতের ব্যাপক ক্ষতি হওয়ার বিষয় নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়