বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ২২:০৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ৩০ ঘন্টা বিদ্যুত ও নেটওয়ার্ক বিহীন বাবুরহাট

হাছান খান মিসু
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ৩০ ঘন্টা বিদ্যুত ও নেটওয়ার্ক বিহীন বাবুরহাট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাবুরহাটে সোমবার সকাল থেকে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পর দিন মঙ্গলবার সন্ধা ৬ টা পর্যন্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকে বাবুরহাটে। চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুতের এ সমস্যা দেখা দেয়। দীর্ঘ ৩০ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটে।

টানা বিদ্যুত না থাকায় ইন্টারনেট সেবা সহ মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আতংকিত হয়ে পরেন এ এলাকার জনসাধারন। এছাড়াও দীর্ঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাবুরহাট বাজারের বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা তাদের ফ্রীজে থাকা মালামাল নষ্ট হয়ে যায়। ফার্মেসি ব্যবসায়ীরাও তাদের ফ্রীজে থাকা দামি ঔষধ নিয়ে চিন্তিত রয়েছেন। এদিকে দীর্ঘ সময় বিদ্যুত না থাকায় বাসা বাড়িতে থাকা জনসাধারন বিশুদ্ধ পানিসহ দৈনন্দিন ব্যবহার্য পানি সরবারাহের জন্য এদিক ওদিক ছুটতে দেখা যায়।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাবুরহাটে সোমবার সন্ধা থেকে মঙ্গলবার সন্ধা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক সহ ইন্টারনেট সেবা থাকে। জানা যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোবাইল নেটওয়ার্ক সহ ইন্টারনেট সার্ভিস সেবা বন্ধ হয়ে যায়।

পর দিন মঙ্গলবার সন্ধা ৬ টা পর্যন্ত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকে বাবুরহাটে। চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড সহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুতের এ সমস্যা দেখা দেয়। দীর্ঘ ৩০ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় সমস্যার সৃষ্টি হয়।

এসময় এ এলাকায় ব্যাংকি লেনদেন সহ মোবাইল ব্যাংকিং লেনদেনেও মারাত্মক ব্যাঘাত ঘটে। বাবুরহাট এলাকায় দীর্ঘসময় বিদ্যুত না থাকার কারনে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়ে এসকল সেবা চালু না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এ এলাকার জনসাধারন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়