শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ২২:৪৮

ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

মেহেদী হাসান
ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

কচুয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের কালোচোঁ নামক স্থানে এঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা অপর অরোহী আহত হয়। নিহত মোটর সাইকেল চালক রাজন সাহা (৩৮) ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা গ্রামের গোবিন্দ সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মামুন বলেন, আমি কচুয়া থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে কচুয়া অংশের কালোচো নামক স্থানে দেখতে পাই ঢাকামুখি একটি মোটর সাইকেল একটি কন্টেইনার ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এবং তার সাথে থাকা আরোহী অল্পের জন্য প্রানে বেঁচে যায়। তাছাড়া ট্রাক চালক দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত রাজন সাহার ভাতিজা অপু জানান, রাজন ঢাকার গুলিস্থানে একটি গার্মেন্টেসের টেইলার মাস্টার ছিলেন। তিনি ফরিদগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে তিনি এ সড়ক দুঘর্টনায় পতিত হয়। তার সাথে থাকা গার্মেন্টেসের অপর এক কর্মচারী সুমন আহত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল দুঘর্টনার সংবাদটি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়