বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১৮:৪৫

ইফার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

জীবনের সকল ক্ষেত্রে নবীজির আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে: আবু নঈম পাটওয়ারী দুলাল

স্টাফ রিপোর্টার
জীবনের সকল ক্ষেত্রে নবীজির আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে: আবু নঈম পাটওয়ারী দুলাল

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিসারী গেইট সংলগ্ন ইফার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল । তিনি তাঁর বক্তব্যে বলেন নবীজির জন্মদিন মুমিনদের জন্য আনন্দের দিন। এই আনন্দ শুধু মুখে প্রকাশ করলেই হবে না, সকল কাজে ক্ষেত্রে আমলের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। ঈদে মিলাদুন্নবী উদযাপন করলাম নবীর আদর্শকে লালন করলাম না, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে নবী প্রেমিক এর দৃষ্টান্ত রইলনা। জীবনের সকল ক্ষেত্রে নবীজির আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, ইসলামিক ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার দরুন আজ সারাদেশে ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে ইসলাম প্রচার প্রসারে এক অনন্য ভূমিকা রেখে চলছে।

ইফার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন মাওঃ মোঃ সোলায়মান। দোয়া মোনাজাত করেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

অনুষ্ঠানে মোঃ আবদুল হালিমের সঞ্চালনায় আল-আমিন মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মিছবাহুর রহমান। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এদের থেকে ৩০ ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়