বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ২১:৪৬

হাজীগঞ্জ বাজারে আগুন ॥ অল্পের জন্য রক্ষা পেলো হকার্স মার্কেট

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ বাজারে আগুন ॥ অল্পের জন্য রক্ষা পেলো হকার্স মার্কেট

হাজীগঞ্জ বাজারের হকার্স মার্কেটে লাগা আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো হাজীগঞ্জ বাজার। শনিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে মার্কেটের ৫নং গলির শাহরাস্তি প্যাকেজিং নামক একটি দোকান ঘরে টিনের চালে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় কালো ধোঁয়া দেখে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগে ও সাধারণ ব্যবসায়ীরা সহযোগিতা করায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সরজমিনে দেখা যায়, এদিন দুপুরে আর রহমান হোটেলের সামনে মার্কেটের শাহরাস্তি প্যাকেজিংয়ের টিনের চালের নিচে একটি প্লাস্টিক পাইপ সংলগ্ন স্থানে হঠাৎ করে আগুন ধরে। এ সময় কালো ধোঁয়া গলিতে ছড়িয়ে পড়লে ঐ স্থানের ব্যবসায়ীরা আগুনের কুণ্ডুলী দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা পানি ছিটিয়ে আগুন নিভাতে সক্ষম হন। একই সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর লাইন বন্ধ করে দেয়ায় আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় হকার্স মার্কেট।

ব্যবসায়ীরা জানান, যে স্থানে আগুনের সূত্রপাত হয় সেখানে বিদ্যুতের তার (ক্যাবল) কিংবা আগুন লাগার কোনো উৎস নেই। তবে তারা ধারণা বরছেন, সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। হকার্স মার্কেটের ব্যবসায়ী আমজাদ হোসেন বাবু বলেন, কালো ধোঁয়া দেখে ভয় পেয়ে যাই এবং আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ি। পরে ঘটনাস্থলে গিয়ে সবার সহযোগিতায় তাৎক্ষণিক আগুন নিভাতে সক্ষম হই। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন আসে। তবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়