বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২৩:৪৪

চাঁদপুরে আরো ১১৮ জনের করোনা শনাক্ত

একদিনে ১১৬ জনকে সুস্থ ঘোষণা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে আরো ১১৮ জনের করোনা শনাক্ত

৩০ জুলাই শুক্রবার চাঁদপুর জেলায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়। ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ৪০ শতাংশ। এছাড়া শুক্রবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ফজল খান (৭৫) নামে একজন করোনা রোগী মারা গেছেন। তার বাড়ি হাইমচর উপজেলার আলগী বাজার এলাকায়। এ মৃত্যুসহ জেলায় মোট মৃত্যু সংখ্যা হলো ১৬৬ জন। এদিকে নতুন আক্রান্ত ১১৮জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৯হাজার ৫শ’ ১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬শ’ ৭৫জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬শ’ ৭৪ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত এ তথ্য সূত্রে জানা গেছে, ৩০ জুলাই নমুনা পরীক্ষা শুধুমাত্র ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবের। আর সাথে যোগ হয়েছে মতলব আইসিডিডিআরবি’র ১৪টি। ৩০ জুলাই কোনো উপজেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্ট হয়নি।

গতকাল করোনা শনাক্ত হওয়া ১১৮ জনের উপজেলাভিত্তিক সংখ্যা হলো- চাঁদপুর সদর ৬৭জন, মতলব উত্তর ২ জন, ফরিদগঞ্জ ৮ জন, হাজীগঞ্জ ২২জন, মতলব দক্ষিণ ১৬জন, কচুয়া ১জন, হাইমচর ১ জন ও শাহরাস্তিতে ১ জন।

এদিকে গতকাল একদিনে ১১৬ জন করোনা পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে। বেশ কয়েকদিন পর একদিন শতাধিক রোগীকে সুস্থ ঘোষণা করা হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়