প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৮:১৫
চাঁদপুর জেনারেল হাসপাতালে কমছে না রোগীর চাপ (দেখুন ভিডিও ক্লিপ)
এখন স্বাভাবিক অক্সিজেন সরবরাহ : ডাঃ সুজাউদ্দৌলা রুবেল
চাঁদপুরে করোনা সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বাড়ছে। জেলায় করোনা চিকিৎসার নির্ভরতার জায়গা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল।
|আরো খবর
ঈদের পর থেকে করোনা উপসর্গ নিয়ে অসংখ্য রোগী ভর্তি হয়েছে। পরিস্থিতি সামলাতে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। তারপরও হাসপাতালে সিট খালি নেই। রোগীরা মেঝেতেই অবস্থান নিয়েছেন। কেউ সুস্থ হলে কিংবা কারও মৃত্যুর পর শয্যা খালি হওয়ার অপেক্ষা করছেন রোগী ও স্বজনরা।
এদিকে, বিপুল পরিমাণ রোগীর চাপে হিমশিম খাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার বিভিন্নস্থান থেকে শ্বাসকষ্ট ও করোনার উপসর্গ রোগী আসা থামছে না। অতিরিক্ত রোগীর চাপ নিয়ে সংকটে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে ২৯ জুলাই বৃহস্পতিবার অক্সিজেন সরবরাহে কিছুটা সংকট থাকলেও ৩০ জুলাই শুক্রবার অক্সিজেন সরবরাহ স্বাভাবিক বলে জানিয়েছেন চাঁদপুর জেলা হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।