সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৩:১২

মতলব পৌর এলাকায় শত্রুতার জের ধরে ফলজ ও বনজ বৃক্ষ কর্তন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব পৌর এলাকায় শত্রুতার জের ধরে ফলজ ও বনজ বৃক্ষ কর্তন

মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডে শত্রুতার জের ধরে ফলজ ও বনজ বৃক্ষ কেটে ফেলেছে দুবৃত্তরা। ২৯ জুলাই ভাঙ্গারপাড় কাজী বাড়িতে গভীর রাতে দুবৃত্তরা কালু কাজীর প্রায় শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ কেটেছে দুবৃত্তরা।

সরেজিমন ও এলাকাবাসী জানায়, তাদের ভাইয়ে ভাইয়ে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে সেলামত কাজী ও ইয়াছিন কাজী মিলে কালু কাজী ও তার পরিবারের উপর বিভিন্ন অন্যায় অত্যাচার করে আসছে।

কালু কাজী জানায়, আমার ছোট দুই ভাইয়ের সাথে বোনের সম্পত্তি ক্রয় করা নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই আমার ভাই ইয়াছিন কাজী ও সেলামত কাজী গভীর রাতে আমার খরিদ ও পৈত্রিক ২৭ শতক সম্পত্তিতে লাগানো প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে। কর্তনকৃত গাছগুলোর মধ্যে রয়েছে- নারকেল গাছ, আমগাছ, আতাফল গাছ, কাঠাল গাছ, সুপারী গাছ, লিচু গাছ ও বনজ বৃক্ষ। এগাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। আমার ভাইয়েরা আমাকে ও আমার পরিবারের উপর বিভিন্ন সময়ে মারধর ও অন্যায় অত্যাচার করে আসছে। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। সেলামত কাজী জানায়, জায়গা নিয়ে মামলা চলমান রয়েছে। আমি উক্ত জায়গার মাটি কেটেছি কিন্তু কোন গাছ কাটিনি। ইয়াছিন কাজী জানায়, আমাদের জায়গার গাছ আমরা কেন কাটবো। আমাদেরকে শত্রæতা করে নাম দিয়েছে। আমরা কোন গাছ কাটিনি। এ নিয়ে মতলব দক্ষিণ থানায় ও বন বিভাগে মামলার প্রস্তুতি চলছে বলে কালু কাজী জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়