প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৮
ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ
শেখ হাসিনার বাংলাদেশ; ক্ষুধা হবে নিরুদ্ধেশ’এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের তদারকিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে জনপ্রতি ৩০কেজি করে প্রতিকেজি ১৫ টাকা দরে ডিলারের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
|আরো খবর
উপজেলার ১ নং বালিথুবা ৩ নং সুবিদপুর ৫ নং গুপ্টি ৮নং পাইকপাড়া সহ বিভিন্ন ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে চাল বিতরণের শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন ইউনিয়ন পরিশদের চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ভোক্তাদের অনলাইন নিবন্ধন তালিকা শেষে সেপ্টেম্বর মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে সুষ্ঠুভাবে এ চাল বিতরণ কার্যক্রম চলছে।
তবে কিছু ভোক্তার অভিযোগ, কিছু বস্তায় চাল কম রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় কেন্দ্রে মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, সঠিক ওজনের ৩০ কেজির বস্তা চাল অনলাইন নিবন্ধন জরিপ তালিকা মোতাবেক তারা ভোক্তাদের কাছে চাল বিক্রি করছেন। অনলাইন নিবন্ধনে যাদের নাম এখনো আসেনি; তাদের চাল স্টকে রাখছেন। তালিকায় নাম সঠিক হয়ে আসলে পরবর্তীতে বিতরণ করা হবে।
এসময় ১ নং বালিথুবা ইউনিয়নের ডিলার এমরান হোসেন সুমন, ৩ নং সুবিদপুর ইউনিয়নের ডিলার মাসুদ খান, ৫ নং গুপ্টি ইউনিয়নের ডিলার আনোয়ার হোসেন, ৮ নং পাইকপাড়া ইউনিয়নের ডিলার মোঃ ইয়াসিন পাটোয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে আমরা সঠিকভাবে এ চাউল বন্টন করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা জননেত্রীর স্বপ্ন বাস্তবায়নে সফল হব।