বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২০:৫৪

রূপসা দক্ষিণ ইউনিয়নের তিন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো
রূপসা দক্ষিণ ইউনিয়নের তিন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব কাউনিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী।

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম বেপারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আলম খান, সিনিয়র সহ-সভাপতি নূর নবী বিএসসি ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসার খান। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিতভাবেই আমাদের নেতা ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বিএনপির দলীয় মনোনয়ন পাবেন তথা ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন। গত তিন দশক ধরে দানবীর এমএ হান্নান ফরিদগঞ্জবাসীর উন্নয়নে কাজ করছেন। উপজেলার প্রতিটি এলাকায় তাঁর দান ও উন্নয়নের ছোঁয়া রয়েছে। তাই আমরা দলের প্রতিটি নেতা-কর্মী তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠাবো। তিনি আরো বলেন, ৫ আগস্ট যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, তার পূর্ণতা পাবে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আশা করছি অন্তর্বর্তী সরকার অচিরেই আমাদেরকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে। পতিত আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর আমাদের বিএনপি নেতা-কর্মীদের ওপর যে নিপীড়ন নির্যাতন করেছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে অপশক্তির দোসররা কোনোক্রমেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম বেপারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আলম খান, সিনিয়র সহ-সভাপতি নূর নবী বিএসসি ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসার খান। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়