প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৭
কচুয়ায় হালিম- লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধণা
সৃজনশীল প্রতিভা বিকাশে কচুয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধণা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদ কচুয়া শাখার আয়োজনে উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
পরীক্ষা শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে ও সংগঠনের সাবেক পরিচালক মো: ইব্রাহীম ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দীন মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবু জাফর মো: মাঈন উদ্দিন, উপদেষ্টা হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি, আলমগীর শাহ আল কাদেরী, মনিরুজ্জামান আলকাদেরী, চাঁদপুর জেলা শাখার পরিচালক আবদুল্লাহ আল আমিন সাকি,সদস্য সচিব নুরুল আলম মামুন,মো: ফখুরদ্দীন,সোলায়মান মিয়াজী,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের বি.এসসি,পরীক্ষা নিয়ন্ত্রনক গোলাম মাওলা,পরিচালক মহিউদ্দিন আকাশ প্রমূখ। আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত ১শত ৪জন মোধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ,ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করেন অতিথি বৃন্দ।