প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০৯:১২
চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা করোনায় আক্রান্ত
চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা বোধ করে আসছেন। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ ক্রমে করোনা নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠালে তা পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার করোনায় আক্রান্তের বিষয়টি গতকাল ২৮ জুলাই মধ্য রাতে নিশ্চিত করেছেন চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া। এদিকে পৌর সচিব নিজেও তাঁর ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহকর্মীর আশু সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।