বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২২:০১

হাইমচর বিতর্ক একাডেমির আন্তঃউপজেলা মাধ্যমিক স্কুল বিতর্কের ফাইনাল

আদর্শ শিশু নিকেতন চ্যাম্পিয়ন

হাইমচর ব্যুরো
আদর্শ শিশু নিকেতন চ্যাম্পিয়ন

বিতর্ক মানুষকে আত্মপ্রত্যয়ী হতে শেখায়। বিতর্ক তর্ককে নিরুৎসাহী করে। যারা বিতর্ককে বিশ্বাস করে তারা কখনো সংঘাতে বিশ্বাস করে না। হাইমচরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত উপরোক্ত কথাগুলো বলেন।

৪ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় হাইমচর বিতর্ক একাডেমী কর্তৃক আয়োজিত আন্তঃউপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব উপজেলার আদর্শ শিশু নিকেতন স্কুল মিলনায়তনে একাডেমীর সভাপতি মোঃ নুরে আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ইমরান হোসেনের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ মাজহারুল ইসলাম শফিক, হাইমচর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, প্রবীণ শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক আঃ লতিফ মিয়া, হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইয়াছিন মিয়া, নীলকমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, বাজাপ্তি রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুল আলম, আদর্শ শিশু নিকেতনের সহকারী শিক্ষিকা কাকলী রাণী দাস, হাইমচর বিতর্ক একাডেমির সাধারণ সম্পাদক সালমা সুলতানা ইতি প্রমুখ।

সকাল ১১টায় শুরু হওয়া বিতর্কের ফাইনাল পর্বে ‘শিক্ষা নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড’ বিষয়ের পক্ষে অবস্থান করে আদর্শ শিশু নিকেতন স্কুল দল এবং বিপক্ষে অবস্থান করে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। বিচারকের দায়িত্ব পালন করেন মানোয়ার হোসেন মোল্লা, মাহবুবুর রহমান ও মাকসুদুল আলম। বিচারকদের মূল্যায়নে দলীয়ভাবে আদর্শ শিশু নিকেতন স্কুল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপের স্থান দখল করে। শ্রেষ্ঠ বক্তার গৌরব অর্জন করে আদর্শ শিশু নিকেতন স্কুল দলের দলনেতা আয়শা আক্তার মারিয়া ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে এতো মানসম্মত বিতার্কিক তৈরি হয়েছে তা এখানে না আসলে বিশ্বাস হতো না। হাইমচর বিতর্ক একাডেমি তৃণমূল পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দিতে পারলে তরুণ ও যুব সমাজকে শৃঙ্খলায় রাখতে পারবে। তিনি পক্ষ দলের দল নেতা এবং বিপক্ষ দলের ২য় বক্তার সাবলীল বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাদেরকে প্রতিশ্রুতিশীল বিতার্কিকের বিশেষ পুরস্কার প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়