প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৩
‘একদিন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব বাইশ হাজার সভা উদযাপন করবে’
চাঁদপুরের রোটার্যাক্ট ক্লাবের ২২২২তম মিটিং উদযাপন
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ২০২২-২৩ রোটারী বর্ষের ২২২২ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর রোটারী ভবনে ডাঃ মোঃ একিউ রুহুল আমিন কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
|আরো খবর
সভায় উপস্থিত রোটারিয়ানরা বলেন, বাংলাদেশের প্রাচীন ও ২য় চার্টার প্রাপ্ত রোটার্যাক্ট ক্লাব এটি। ইতিহাস-ঐতিহ্যের বাহক চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবে বর্তমানে উপস্থিত অনেক রোটারিয়ান একসময় রোটার্যাক্টর ছিলাম। ক্লাবটির আজ ২২২২তম সভা অনুষ্ঠিত হচ্ছে। ক্লাবটি যাতে ২২ হাজার সভা পর্যন্ত যেতে পারে সে দোয়া করি। ওই সময় আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম থাকবে। তাদের জন্যে আমাদের ভালো কাজ করে যেতে হবে। আজকে যারা উপস্থিত আছি, এইদিনটি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
উক্ত সভাটি উদ্যাপনে ক্লাব সার্ভিসের আওতায় উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন জয়েন্ট সেক্রেটারী রোঃ ব্যাভিন্টন কিরণ, দ্বিতীয় স্থান অর্জন করেন সার্জেন্ট রোঃ শাহারা আলম প্রিয়া ও তৃতীয় স্থান অর্জন করেন সদস্য রোঃ জান্নাতুল ফেরদাউস।
রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহজালাল হোসাইন লিটন, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ দেলোয়ার হোসেন সুমন, আইপিপি রোঃ নিলয় দে, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, রোঃ আফজাল কাজী, জয়েন্ট সেক্রেটারী রোঃ হালিমা তুস্ সাদিয়া, ট্রেজারার রোঃ তারকনাথ পোদ্দার, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ ওবায়দুর রহমান, কমিউনিকেশন সার্ভিস ডিরেক্টর রোঃ নিশাত বাসু, সদস্য রোঃ এনামুল হাসান ও রোঃ আঁখি। সভা শেষে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।