প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ১৫:২৫
ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন' এর নাম আংশিক পরিবর্তন হয়ে 'ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ' ঘোষণা
ফরিদগঞ্জ উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনকে সম্মিলিত করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষে 'ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন' নামে সম্মিলিত সামাজিক সংগঠনের আত্মঃপ্রকাশ হয়। বিশেষ কারনে নামটিতে আংশিক পরিবর্তন হয়ে 'ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ' ঘোষণা করা হয়।
|আরো খবর
২৯ আগষ্ট (সোমবার) ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন'র আহ্বায়ক কমিটির প্রথম সভায় এসোসিয়েশনের উদ্যোক্তা খাদিজা তাসনীম পরিবর্তীত নাম 'ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ' ঘোষণা করেন। গত ২৮ আগষ্ট চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর নিউজ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদপুর জেলায় সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে সংগঠন থাকায় এটি পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে খাদিজা তাসনীম বলেন, চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে একটি সংগঠন রয়েছে এটি জানা ছিলো কিন্তু, জেলা এসোসিয়েশন যে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন নামে শাখা করবে সেটি অজানা ছিলো যার ফলে এই নামে আমরা আত্মঃপ্রকাশ করি। যেহেতু গত ২৮ আগষ্ট সংবাদের মাধ্যমে চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন জেলার ৮টি উপজেলা শাখার নাম প্রকাশ করেছে সেহেতু আমরা সকলের মতামতের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর নাম আংশিক পরিবর্তন করে নিয়েছি। দ্বন্দ্ব বা শত্রুতা নয়, ঐক্যবদ্ধ হয়ে সামাজিক এবং মানবিক কাজ করাই আমাদের মূল লক্ষ। তাই এখন থেকে 'ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ' নামে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী পরিষদ এর আহ্বায়ক জাহিদুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক শামীম হাসান, সদস্য সচিব নাজির হোসেন,সদস্য মহিউদ্দীন রিমন,তাহসিন মিলন,জাহিদুল ইসলাম রাসেল, ফজলে রাব্বি, ওসমান গনি রণি, ইকবাল গাজী,তৌহিদুর রহমান রণিসহ অন্যান্যরা।