প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৬:৫৮
হাজীগঞ্জবাসী গর্বিত
হাজীগঞ্জের নাসিরকোট। নামটি শুনলেই যে কারো মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে যায়। মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধাগনের সরাসরি যুদ্ধ হয়েছিলো এখানে। যুদ্ধচলাকালীন পুরো ৯ মাস রাজাকারসহ পাক বাহিনীর জন্য নাসিরকোট ছিলো এক আতঙ্কের নাম। যুদ্ধচলাকালীন যে সকল বীর সেনানী শহীদ হয়েছেন তাদেরকে এই নাসিরকোটে সমাহিত হয়। এই মাটিতে শুয়ে আছেন মুক্তিকামী শহীদ ৯ বীর সেনানী। ৯ বীরের সমাধিস্থলের ছবি তুলেছেন আমাদের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল