বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১২:৪২

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই'-১৬

হাছান খান মিসু
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই'-১৬

প্রত্যেকে টিকা আওতায় আসলে ও মাক্স ব্যবহারে করোনা রোধ করা সম্ভব : আরিফুর রহমান

দৈনিক চাঁদপুর কন্ঠের অনলাইন সংস্করণের জন্য করোনার প্রকোপ রোধ কল্পে আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই, এই শিরোনামে মতামতের জন্য আজ আমরা উপস্থিত হই সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে। কথা হয়, তরুণ নেতা চাঁদপুর সরকারী কলেজের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী ও কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমানের সাথে। করা হয় নিন্মোক্ত প্রশ্নটি : 'করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত বা সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?

এমন প্রশ্নের জবাবে তরুণ এই ছাত্রনেতা জানান, মহামারী করোনা হাত থেকে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ রক্ষা পায়নি। তবে প্রথম দিকে আমাদের দেশের শহড়াঞ্চলে করোনার প্রকোপ বেশি থাকলেও বর্তমানে ভারতীয় ডেলটা ভেরিয়েন্ট গ্রামাঞ্চলে বেশি প্রভাব ফেলছে। এর একমাত্র কারণ গ্রামাঞ্চলের মানুষ নিতান্তই অসচেতন। গ্রামের অতি সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির দিক-নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ সর্বদা কাজ করে যাচ্ছে। করোনার এই প্রকোপ হ্রাস করার লক্ষে আমি ও আমার কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগ চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক, সবাই মাস্ক ব্যবহার করুক। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ না বের হোক।

এ বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে ১০ জন করে স্বেচ্ছাসেবী টিম গঠন করেছি। ইউনিয়নের প্রতিটা মসজিদের ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে প্রত্যেককে টিকা নেয়ার জন্য এবং মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার জন্য ঘোষণা করা হয়েছে। যেখানে জনসমাগম বেশি সেখানে স্বেচ্ছাসেবী টিম গিয়ে তাদেরকে জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হচ্ছে ও সেখানে করোনার কুফল সম্পর্কে তাদের বুঝানো হচ্ছে। এবং সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও আমাদের স্বেচ্ছাসেবী দল অসহায় মানুষদের খবর রাখছে এবং যাদের ঘরে খাবার নেই, ইউনিয়ন আওয়ামীলীগের সহযোগীতায় তাদের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যাবস্থা করা হচ্ছে । এছাড়াও প্রতিদিনই ইউনিয়নে মাস্ক বিতরণ করা হচ্ছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়