বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৭:২২

মতলব দক্ষিণে নিহত দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে নিহত দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও এলাকায় নির্মাণাধীন সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষাক্তগ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া নির্মাণ শ্রমিক লিটন পাঠান ও রাসেল প্রধানের পরিবারকে আর্থি সহায়তা দেওয়া হয়েছে। শ্রমিকদের সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন, নারায়ণপুর ইউনিয়ন ও নায়েরগাঁও ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

আজ ২২ আগস্ট সকাল ১১টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান এবং নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মজিদ প্রধান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম মিয়াজী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মানিক মিয়া, খাদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর প্রধান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঠিকাদার আক্তার হোসেন, মোজাম্মেল হক, সেলিম মিয়া, আল আমিন মজুমদারসহ সংগঠনের সদস্য ও নির্মাণ শ্রমিকরা।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও গ্রামে একটি সেফটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষাক্তগ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)। তাদের দু’জনের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া ও হুরমহিষা গ্রামে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়