প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ১২:৩৬
হাজীগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
হাজীগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়। সোমবার উপজেলা হল রুমে বঙ্গমাতার জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদ মজুমদারের সঞ্চালনায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর (অঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন,ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি পারভীন মিলি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা,মুক্তিযোদ্ধা আবু তাহের ,সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে তিনজন অসহায় নারীদের আর্থিক সহযোগিতা ও ৭জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।