বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৯:১০

চাঁদপুরের স্যাম্পল পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেরণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরের স্যাম্পল পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেরণ

চাঁদপুরে এখন ব্যাপকহারে করোনার স্যাম্পল বা নমুনা সংগ্রহ করা হচ্ছে। যা একদিনে পরীক্ষা করে শেষ করা যাচ্ছে না। তাই জমে থাকা স্যাম্পল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরীতে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্যে। আজকে থেকে জেলা স্বাস্থ্য বিভাগ এটি চালু করেছে। এ তথ্য জানালেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।

তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, চাঁদপুরে এখন একদিনে পাঁচ শ'র উপরে প্রায় ছয় শ'র কাছাকাছি স্যাম্পল সংগ্রহ করা হয়। এতো সংখ্যক স্যাম্পল একদিনে পরীক্ষা করা আরটি পিসিআর ল্যাবে তো সম্ভবই না, এমনকি রেপিড এন্টিজেন টেস্টেও সবগুলো করা যাচ্ছে না। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে স্যাম্পল পাঠানোর। সেটি আজ থেকে শুরু হলো। আজকে ৫শ' স্যাম্পল চাঁদপুর থেকে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নোয়াখালী যেগুলো পাঠানো হবে, সেগুলোর রিপোর্ট আমরা একদিন পর পাবো।

তিনি আরো জানান, চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ১৮০টি স্যাম্পল পরীক্ষা করা যায়। এর বেশি হলে থেকে যায়, পরদিন সেগুলো পরীক্ষা করা হয়। এখনো প্রত্যেকদিন পরীক্ষা করার পরও সর্বোচ্চ তিন শ' স্যাম্পল চাঁদপুর ল্যাবে মজুদ রাখা হবে। এর বেশি হলে সেগুলো নোয়াখালী পাঠিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়