প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১২:২৬
চাঁদপুর সদর হরিপুরবাজারের আউয়াল ডাক্তারের ইন্তেকাল
চাঁদপুর সদর ১২ নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য, হরিপুর বাজার বিশিষ্ট চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ডাঃ আব্দুল আউয়াল গাজী ২৬ জুলাই দিবাগত রাত ১টা ৪০ মিনিটের সময় চাঁদপুর সদর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে,পুত্রবধূ,জামাতা,বোন,ভাগিনা ভাগনি, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
২৭ জুলাই মঙ্গলবার বাদ জোহর হরিপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগনেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।