বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ০০:৩৯

করোনা রোগীদের সেবায় ২‌টি ডি‌জিটাল প্রেসার মে‌শিন দান

করোনা রোগীদের সেবায় ২‌টি ডি‌জিটাল প্রেসার মে‌শিন দান
স্টাফ রিপোর্টার

২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবার জন্য ২‌টি ডি‌জিটাল প্রেসার মে‌শিন দান করছেন প্রথম আ‌লোর চাঁদপুর প্রতিনিধি আলম পলা‌শ। ২৬ জুলাই সোমবার দুপুরে পক্ষ থে‌কে ২‌টি ডি‌জিটাল প্রেসার মে‌শিন চাঁদপুরের সি‌ভিল সার্জন ডা. মো.সাখাওয়াত উল্লাহর হা‌তে মেশিন দুটি তু‌লে দেন তিনি। পরে প্রেসার মে‌শিন গুলো হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা.সুজাউদ্দৌলা রুবেলের নিকট হস্তান্তর করা হয়।

হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল বলেন, এই হাসপাতালের ১২০ শয্যার করোনা ইউনিটে মাত্র একটি ডি‌জিটাল প্রেসার মে‌শিন রয়েছে। যা দিয়ে সেবা দেয়া কষ্টকর হয়ে উঠেছে।

সি‌ভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ ব‌লেন, হাসপতা‌লে মে‌ডিকেল ইকুপমেন্টের তীব্র সংকট র‌য়ে‌ছে জানার পর সাংবাদিক আলম পলাশ এই হাসপাতা‌লের ২‌টি ডি‌জিটাল প্রেসার মে‌শিন দান করেন। এর আগেও তিনি তার পরিবারের পক্ষ করোনা রোগী‌দের স্বাস্থ্য সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দান করেন। এভাবে সমা‌জের বি‌ত্তশালীরা এ‌গি‌য়ে আ‌সলে করোনা রোগী‌সহ অন্যান্য রোগীদের স্বাস্থ্য সেবায় আরও পরিবর্তন আসবে। সাংবা‌দিক আলম পলা‌শ বলেন,ক‌রোনার এই মহামারীর সম‌য়ে আমি এই সামান্য সেবা দিতে পেরে সিভিল সার্জন ও হাসপাতাল কতৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়