মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১০:৫২

শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী গ্রামে কাজ না করেই প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ আঃ গফুরের বিরুদ্ধে। অতি দরিদ্রের কর্মসংস্থানের জন্য সরকার এ প্রকল্প দিলেও নামমাত্র শ্রমিক দিয়ে কাজ করিয়ে অর্থ উত্তোলন করেছে প্রকল্প চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা। রাস্তা নির্মানের নামে ১ লক্ষ ৪০ হাজার টাকা সংশ্লিষ্টরা আত্মসাৎ করে মাত্র ১৭ হাজার টাকায় সামান্য মাটি ফেলে তড়িঘড়ি করে কাজ সমাপ্ত করা হয়েছে এমন অভিযোগ প্রকল্পের অন্যান্য সদস্য ও এলাকাবাসীর। এ ঘটনার প্রতিকার চেয়ে রায়শ্রী গ্রামের জনৈক রহমত উল্যাহ গত ২৭ জুলাই জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছেন।

জানা যায়, সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (ইউজিপিপি) আওতায় রায়শ্রী উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তোফায়েল মাষ্টারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে শেখ শাহজাহানের বাড়ির সামনে পাকা রাস্তা পর্যন্ত সংস্কার কাজের জন্য ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। জেলা প্রশাসকের নিকট দায়েরকৃত অভিযোগে ২নং ওয়ার্ড সদস্য মোঃ আঃ গফুর ১৭ হাজার টাকার কাজ করেই প্রকল্পের টাকা উত্তোলন করেছেন বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসকের কাছে অভিযোগকারি মোঃ রহমত উল্যাহ জানান, ১ম দিন ৫শ টাকা হাজিরায় ৭ জন, পরের দিন ৬ জন, এর পরের দিন ৬ জন কাজ করেছে। শেষ দিন কাজ করেছে ৪ জন। মোট ২৩ হাজিরায় এ প্রকল্পের কাজ শেষ করা হয়েছে।

সরেজমিনে ওই প্রকল্প পরিদর্শনে গেলে সাংবাদিকদের দেখে এগিয়ে আসেন এলাকার কয়েকজন। তাদের অভিযোগ এই রাস্তায় নামমাত্র ৫-৬ জন শ্রমিক ২-৩ দিন মাটি ফেলেছে। রায়শ্রী গ্রামের মোঃ জয়নাল আবেদীন জানান, এই রাস্তায় কোন কাজ হয় নি। সামান্য মাটি ফেলা হয়েছে মাত্র। একই গ্রামের শেখ সিরাজুল ইসলামের পুত্র মোঃ আতিকুর রহমান জানান, এই রাস্তায় কোন কাজ হয় নি। মাটি ভরাটের কাজ, মাটি কই?

মাওঃ কাজী মজিবুর রহমান জানান, রাস্তায় খেয়ালখুশি মতো কাজ করেছে মেম্বার। রাস্তার উপর পূর্বে চাঁদা তুলে যে ইট ও খোয়া ফেলা হয়েছে এখনো তা দেখা যাচ্ছে। তাহলে মাটি কোথায়? ওই গ্রামের চা দোকানি মোঃ খোকন জানান, তার দোকানের এদিকে কোন মাটি ফেলা হয়নি। শুধু মাটি সমান করে দেয়া হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জানান, গত বছর এলাকার লোকজন চাঁদা করে ইটের আদলা ফেলেছে সেগুলো এখনো দৃশ্যমান। রাস্তায় কাজ হয়েছে বলে তার জানা নেই।

প্রকল্প কমিটির সেক্রেটারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ছফি উল্যাহ জানান, আমি প্রকল্প কমিটির সেক্রেটারি আমি কিন্তু এ বিষয়ে হ্যাঁ-না কিছুই জানি না। কত টাকার বরাদ্দ, কত টাকার কাজ হয়েছে সে বিষয়ে কিছুই জানি না। কাজ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কখন কাজ হয়েছে, কখন বিল উত্তোলন হয়েছে তার কিছুই তিনি জানেন না। এক পর্যায়ে তিনি জানান, মেম্বার সম্মানের নামে তাকে একটা উৎকোচ দিতে চেয়েছেন কিন্তু তিনি তা নেন নি।

নির্বাচনী প্রতিহিংসার জেরে এসব ষড়যন্ত্র হচ্ছে দাবী করে প্রকল্প কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আঃ গফুর জানান, প্রকল্পের কাজ সঠিক ভাবেই হয়েছে। চেয়ারম্যান ও উপজেলা থেকে ইঞ্জিনিয়ার সরেজমিনে কাজের দেখভাল করেছেন। কিছু লোক অনৈতিক সুবিধা না পেয়ে এসব করছে। এর সাথে আমার রাজনৈতিক প্রতিপক্ষ যুক্ত হয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

এ বিষয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুঠোফোনে জানান, তিনি উপজেলা থেকে প্রকৌশলীকে সাথে নিয়ে ৩ দিন প্রকল্প পরিদর্শন করেছেন। এখানে অনিয়ম হলে তা দেখা প্রকল্প সংশ্লিষ্ট সদস্যের কাজ। কোন অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়