প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ২১:২৩
আইয়ে আইয়ে, মাস্ক লাগা
আইয়ে আইয়ে,মাস্ক লাগা ! ম্যাজিস্ট্রেট দেখে এক দোকানী আরেক দোকানীকে এভাবে ডেকে পরামর্শ দিতে দেখা গেছে। পর মুহুর্তে সবার মুখে মাস্ক লাগিয়ে ফেলে নিজেরাই। মাস্ক লাগিয়ে শেষ রক্ষা হয়নি। জরিমানা গুণতে হয়েছে বেশ কয়েকজনকে। সোমবারের এ ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা বাজারের। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার।
সোমবার ছিলো বাকিলা বাজারে সাপ্তাহিক হাট বার। বাজার বসেছে কিন্তু মাস্ক কিংবা স্বাস্থ্য বিধি মানা হয়নি এমন খবরে বাকিলা বাজারে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার। বাকিলা পূর্ব বাজারে গাড়ি থেকে নেমে তরকারি বাজারের দিকে হেটে যাওয়া কালে এক ব্যবসায়ী আরেক ব্যাবসায়ীকে ডেকে বলে আইয়ে আইয়ে মাস্ক লাগা।
এ সময় দেখা যায় এদের বেশিরভাগ জনের কাছে মাস্ক আছে কিন্ত কারো মাস্ক থুতনির নিচে,কারো হাতে, কারো আবার পকেটে। তাৎক্ষনিক সবাই মাস্ক লাগিয়ে নেন। কিন্তু ম্যাজিষ্ট্রেটের সামনে যে কয়জন মাস্ক লাগিয়েছেন তারাই জরিমানা গুনেছেন। এ সময় ভ্রাম্যামাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট মাস্ক না পড়ার কারনে বেশ কয়েকজন ব্যাবসায়ী, সিএনজি স্কুটার চালক, যাত্রী, মটর সাইকেল চালকে বাজারে আসার সঠিক কারন বলতে না পারায় জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, বাজার ইজারাদার আলহাজ্ব আব্দুল খালেক, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অমল ধর,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারী প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোমেনা আক্তার বলেন, দেশে করোনার এতোটা প্রকোপ তারপরেও মানুষের মধ্যে মাস্ক পড়ার কোন ইচ্ছা নেই।