প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৮:৩৭
বাবুরহাটসহ কয়েকটি স্থানে বিধিনিষেধ অমান্য করায় ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা
বিধিনিষেধ অমান্য করায় চাঁদপুর সদর উপজেলায় পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারসহ কয়েকটি স্থানে ৫৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে কঠোরতম বিধিনিষেধের চতুর্থ দিন ২৬ জুলাই সোমবার সকাল থেকেই বাবুরহাট হয়ে চাঁদপুর শহরের রাস্তায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে। একই সঙ্গে ‘জরুরি’ প্রয়োজনে ঘরের বাইরে আসা লোকজনের সংখ্যাও গত দুই দিনের তুলনায় বেশি লক্ষ করা গেছে।
|আরো খবর
চলমান লকডাউন এর বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাবুরহাটসহ কয়েকটি স্থানে এ জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
মানুষকে সচেতন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাবুরহাট মতলব রোডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম সহ পুলিশ সদস্যবৃন্দ ও সেচ্ছা সেবকটিমের সদস্য