প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ২০:১৫
চাঁদপুর জেলা রাজস্ব সভায় জেলা প্রশাসক কামরুল হাসান
ব্যক্তিগত জমি থেকেও শ্যালো মেশিনে বালু উত্তোলন করতে পারবে না
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোছাম্মৎ রাশেদা আক্তার, আরডিসি শারমিন আক্তার উপস্থিত ছিলেন। সভায় জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|আরো খবর
সভায় ভূমি কর্ম সম্পাদনা, ভূমি অফিস পূর্ণ নির্মান ও মেরামত, ভূমি ব্যাবস্থাপনা, ভূমি উন্নয়ন করের দাবী ও আদায়, অর্পিত সম্পত্তি বন্টন খাস জমি ও অন্যান্য জমি সংক্রান্ত মামলা, রাজস্ব সার্টিফিকেট মামলা ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে। সভায় জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে বালু মহাল নেই। তারপরও বালু উত্তোলনের অনেক অভিযোগ আমরা পাচ্ছি। এ ছাড়া অনেকে কৃষিজমি থেকে শ্যালো মেশিনে বালু উত্তোলন করছে। ব্যক্তিগত জমি থেকেও শ্যালো মেশিনে কেউ বালু উত্তোলন করতে পারবে না। এ বিষয়ে উপজেলা কর্মকর্তা ও এসিল্যান্ডদের খেয়াল রাখার নির্দেশ দেন। সভার শুরুতে বিগত মাসের সিদ্ধান্ত সমূহ এবং অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব।