প্রকাশ : ২০ জুলাই ২০২২, ১৭:২৬
নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণ বাস্তবায়ন সংক্রান্ত সভা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই ২০২২ খ্রিঃ সকাল সাড়ে টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
|আরো খবর
সভায় উপস্থিত কমিটির সদস্যদের আলোচনার ভিত্তিতে চাঁদপুর সদর, মতলব উত্তর এবং হাইমচর উপজেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের ২ টি করে মোট ৬ টি গৃহনির্মাণের অনুদান বরাদ্দসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপ পরিচালক (স্থানীয় সরকার) মোঃ ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম দেওয়ান, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুর এর প্রতিনিধি ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার সভায় উপস্থিত ছিলেন।