মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১১ জুলাই ২০২২, ১০:১১

সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের ঈদ অনুষ্ঠান উপভোগ করলেন ডিসি

স্টাফ রিপোর্টার
সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের ঈদ অনুষ্ঠান উপভোগ করলেন ডিসি

চাঁদপুর সরকারি শিশু পরিবারেরর এতিম শিশুদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা বিনিময় এবং তাদের পরিবেশনকৃত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক কামরুল হাসান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

১০ জুলাই ঈদের দিন এ আয়োজন হয়। এ সময় জেলা প্রশাসক শিশুদের ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার উপদেশ দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, "রাত-দিন, সুখ-দুঃখ, হাসি-কান্না, সুস্থতা-অসুস্থতা নিয়েই মানুষের জীবন। কখনোই হতাশ হওয়া যাবে না। তিনি শিশু পরিবারের শিশুরা চাঁদপুরের সকল জায়গায় নেতৃত্ব দিবে এ আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক শিশুদের জন্য 'কোন' আইসক্রীম নিয়ে আসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিশুদের ঈদের সালামি দেন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, যে, তাদের পিতামাতা নেই এটা যেন তারা মনে না করে। আমরা সবসময় পাশে আছি। শিশুদের জন্য হাঁড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ, পিলো পাসিং ও কুইজ প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপপরিচালক রজত শুভ্র সরকার, জেল সুপার গোলাম দস্তগীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম এবং সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়