প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ২০:১৪
চাঁদপুর নদী বন্দর কর্মকর্তার মানবিকতা!
গুরুতর অসুস্থ্য অসহায় এক মাকে সহযোগিতায় এগিয়ে এলেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম। ঘটনাটি ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে। ঈদে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে যাত্রী বোঝাই একটি লঞ্চ ঢাকা থেকে চাঁদপুর পৌঁছায়। এমন সময় পন্টুন ঘাটে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র ওই কর্মকর্তা। চারিদিকে যখন এত ভিড় তখন তিনি তার স্টাফদের সাথে কথা বলা অবস্থায় হঠাৎ সামনে তাকিয়ে দেখতে পেলেন কিছু মানুষের জটলা তার নজরে পড়ল। তখন কায়সারুল ইসলাম তার এক স্টাফকে বল্লো এই দেখেন তো ওখানে কি হয়েছে। তখন স্টাফ দেখে এসে বল্লো স্যার একজন অসুস্থ মা ঢাকা থেকে এসেছে বাড়ি যাওয়ার টাকা নেই। তখন বন্দর কর্মকর্তা বল্লো তার সাথে কে আছে ডাকেন, তখন ছোট একটি বাচ্চাকে ডেকে নিয়ে আসলো। বাচ্চাটিকে তিনি জিজ্ঞেস করলেন উনি তোমার কি হয়? তখন বাচ্চাটি ভয়ে ভয়ে কথা বলে তো বলে না, তখন কাওছার সাহেব বলেন ভয় নেই এখানে বস বল কি হয়েছে? তারপর বাচ্চাটি বল্লো উনি আমার মা ঢাকাতে চিকিৎসার জন্য নিয়েছিলাম। এখন আবার ঢাকা থেকে বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি চাঁদপুর বলাখাল। কিন্তু এই ঘাট থেকে বাড়িতে যাওয়ার কোন টাকা নেই। তখনই সাথে সাথে বন্দর কর্মকর্তা কাওছার আহমেদ নিজে উঠে গিয়ে ওই মহিলাকে দেখেন, তারপর একটি সিএনজি ডাকলেন। ওই সিএনজি ওয়ালাকে নিজ থেকে ভাড়া দিলেন। কিছু ফলমূল কিনে দিলেন। আর ওই বাচ্চার হাতে কিছু টাকা দিয়ে বল্লো যাও তোমার মাকে এবার বাড়িতে নিয়ে যাও আর আমার নাম্বারটা রেখে দাও যদি কখনো চিকিৎসার দরকার হয় বা কোন হাসপাতালে ভর্তি করাতে হয় তাহলে আমার এই নাম্বারে ফোন দিবে।
|আরো খবর
উল্লেখ্য, একজন কর্মকর্তার এরকম মানবিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেটাই প্রশংসায় ভাসতে থাকেন চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা একেএম. কায়সারুল ইসলাম।