প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৭:১৩
কচুয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৫টি মামলা
চাঁদপুরের কচুয়ায় কঠোর বিধিনিষেধ অম্যান্য করে দোকান খোলা রেখে ব্যবসায় পরিচালনা দায়ে ভ্রাম্যমান আদালত ৫টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেছে। ২৪ জুলাই শনিবার উপজেলার রহিমানগর, আশ্রাফপুর, আমুজান, মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। তিনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাদেরকে অর্থদ- প্রদান করা হয়েছে। এছাড়া জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।